Wellcome to National Portal

১লা নভেম্বর হতে ৩০ জনু পর্যন্ত ৮ মাস দেশব্যাপী জাটকা (২৫ সে.মি. পর্যন্ত সাইজের ইলিশ) আহরণ, পরিবহণ, মজুদ, বাজারজাতকরণ, ক্রয়-বিক্রয় সম্পূর্ণ নিষিদ্ধ করা হয়েছে।

 

Main Comtent Skiped

জরুরী বিজ্ঞপ্তি: এতদ্বারা সকল মৎস্য খামার মালিকগণকে জানানো যাচ্ছে যে, এখন পর্যন্ত যাহারা তাদের খামার নিবন্ধন করেন নাই অতিসত্ত্বর আপনার নিকটস্থ ইউনিয়ন পরিষদ এর তথ্য ও সেবা কেন্দ্র অথবা জেলা মৎস্য দপ্তর এবং উপজেলা মৎস্য দপ্তরের ওয়েব পোর্টাল হতে ফরম সংগ্রহ করে তথ্য পূরণপূর্বক উপজেলা মৎস্য দপ্তরে জমা দিয়ে নিবন্ধন সম্পন্ন করার জন্য অনুরোধ করা হলো।


ভবিষৎ পরিকল্পনা

মৎস্য অধিদপ্তর, চাঁপাইনবাবগঞ্জ এর সম্ভাব্য উন্নয়ন পরিকল্পনা

উৎপাদন পরিকল্পনা

২০২১-২২ সালের উৎপাদন ২০৩০ এর  লক্ষ্যমাত্রা ২০৪১  এর লক্ষ্যমাত্রা
২০,৮৬১ মে. টন
২৭,৫০০ মে. টন
৪১,৪৫০ মে. টন


১. মাছের উৎপাদন বৃদ্ধি ও পুষ্টির চাহিদা পূরণ

২. নিরাপদ উৎপাদন ও রপ্তানি

৩. মৎস্য খামার যান্ত্রিকীকরণ

৪. জেলার বিভিন্ন জলাশয়ে মৎস্য সম্পদ পুনরুদ্ধার

৫. দেশীয় প্রজাতির মাছের ব্রুড ব্যাংক/ রিজার্ভার স্থাপন

৬. মৎস্য অভয়াশ্রম স্থাপন

৭. পলি দ্বারা ভরাটকৃত সরকারি পুকুর, খাল ও বিল পুন:খনন

৮. আইনে নিষিদ্ধ জালের ব্যবহার বন্ধকরণ

৯. বিল শুকিয়ে মৎস্য আহরণ বন্ধকরণ

১০. আধুনিক প্রযুক্তি নির্ভর মৎস্য প্রক্রিয়াজাতকরণ প্লান্টস্থাপন

১১. মৎস্য চাষ ব্যবস্থা যান্ত্রিকীকরণ ও ডিজিটালকরণ

১২. উম্মুক্ত জলাশয়ে পোনা মাছ অবমুক্তকরণ

১৩. মাছের ন্যয্যমূল্য প্রাপ্তির লক্ষ্যে উৎপাদনকারী ও বিপনন সংগঠন তৈরি