Wellcome to National Portal

০১ নভেম্বর হতে ৩০ জুন পর্যন্ত ৮ মাস দেশব্যাপী জাটকা (২৫ সে.মি. পর্যন্ত সাইজের ইলিশ) আহরণ, পরিবহণ, মজুদ, বাজারজাতকরণ, ক্রয়-বিক্রয় ও বিনিময় সম্পূর্ণ নিষিদ্ধ করা হয়েছে


মেনু নির্বাচন করুন
Main Comtent Skiped

জরুরী বিজ্ঞপ্তি: এতদ্বারা সকল মৎস্য খামার মালিকগণকে জানানো যাচ্ছে যে, এখন পর্যন্ত যাহারা তাদের খামার নিবন্ধন করেন নাই অতিসত্ত্বর আপনার নিকটস্থ ইউনিয়ন পরিষদ এর তথ্য ও সেবা কেন্দ্র অথবা জেলা মৎস্য দপ্তর এবং উপজেলা মৎস্য দপ্তরের ওয়েব পোর্টাল হতে ফরম সংগ্রহ করে তথ্য পূরণপূর্বক উপজেলা মৎস্য দপ্তরে জমা দিয়ে নিবন্ধন সম্পন্ন করার জন্য অনুরোধ করা হলো।


ঘটনাপুঞ্জ

১৯০৬ সনে অখণ্ড ভারতের রাজস্ব বোর্ডের সদস্য স্যার কৃষ্ণ গোবিন্দ গুপ্ত-র বেঙ্গল ফিশারিজ প্রতিষ্ঠার সম্ভাবনা সম্পর্কে পরিচালিত সমীক্ষার সুপারিশক্রমে ১৯০৮ সনে মৎস্য পরিদপ্তর প্রতিষ্ঠিত হয়। মৎস্য পরিদপ্তর বিগত ১৯১০ সনে কৃষি অধিদপ্তরের সাথে একীভূত হয়। পরবর্তীতে এ পরিদপ্তর ১৯২৭ সনে বিলুপ্ত করা হয় এবং আবার ১৯৩৭ সনে পুনঃপ্রতিষ্ঠিত হয়। ১৯৮৩ সনে পরিদপ্তর মৎস্য অধিদপ্তরে উন্নীত হয়।

মাছ ও চিংড়িসহ অন্যান্য জলজ সম্পদের স্থায়িত্বশীল উৎপাদন বৃদ্ধি করে দেশের জনগণের পুষ্টি চাহিদা পূরণ ও রপ্তানি আয় বৃদ্ধি এবং অভীষ্ট জনগোষ্ঠীর অংশগ্রহণে উন্মুক্ত জলাশয়ের সুষ্ঠু ব্যবস্থাপনার মাধ্যমে এ ক্ষেত্র হতে প্রাপ্ত সুফলের মাধ্যমে দরিদ্র মৎস্যজীবী ও মৎস্যচাষি, তথা বাংলাদেশের আর্থ-সামাজিক ক্ষেত্রে কাঙ্ক্ষিত উন্নয়ন সাধন মৎস্য অধিদপ্তরের উদ্দেশ্য।

জেলা মৎস্য কর্মকর্তার কার্যালয় মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রণালয়ের অধীন মৎস্য অধিদপ্তরের জেলা পর্যায়ের অফিস।

 

এই কার্যালয় প্রধানের পদবী জেলা মৎস্য কর্মকর্তা । জেলা মৎস্য কর্মকর্তার কার্যালয়ের অধীনে ৫টি উপজেলায় ৫টি উপজেলা মৎস্য কর্মকর্তা কার্যালয় এবং ২টি মৎস্যবীজ উৎপাদন খামার ও ১টি কোয়ারেন্টাইন অফিস রয়েছে। সদর, নাচোল ও শিবগঞ্জ উপজেলা মৎস্য অফিসের প্রধানগণের পদবী সিনিয়র উপজেলা মৎস্য কর্মকর্তা এবং গোমস্তাপুর ও ভোলাহাট  উপজেলা মৎস্য অফিসের প্রধানগণের পদবী উপজেলা মৎস্য কর্মকর্তা। মৎস্যবীজ উৎপাদন খামারের অফিস প্রধানের পদবী খামার ব্যবস্থাপক এবং কোয়ারেন্টাইন অফিসের প্রধানের পদবী ফিসারিজ কোয়ারেন্টাইন অফিসার।